সুপারশপে কেনাকাটা করলে অতিরিক্ত ভ্যাট দিতে হবে না, কারণ পণ্যের মূল দামে ভ্যাট পূর্বেই যুক্ত করা থাকবে

সুপারশপে কেনাকাটা করলে অতিরিক্ত ভ্যাট দিতে হবে না, কারণ পণ্যের মূল দামে ভ্যাট পূর্বেই যুক্ত করা থাকবে

সুপারশপে কেনাকাটায় ক্রেতাদের আর কোনো বাড়তি মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না, কারণ পণ্যের খুচরা মূল্যে ভ্যাট ইতিমধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সুপারশপ মালিকদের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং শিগগিরই এনবিআর ভ্যাট সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করতে পারে।

আগে সুপারশপে কেনাকাটা করলে কখনো ১.৫%, কখনো ২% বা কখনো ৫% ভ্যাট ছিল। সর্বশেষ বাজেটে সুপারশপ কেনাকাটায় ৭.৫% ভ্যাট আরোপ করা হয়।

এই ভ্যাট নিয়ে চেইন সুপারশপ মালিকরা কিছুদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন এবং এনবিআরের ভ্যাট বিভাগে একাধিক দফায় আলোচনাও করেছেন।

এনবিআরের সূত্র অনুযায়ী, সুপারশপে ৭.৫% ভ্যাট তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে সুপারশপ মালিকদের তাদের পণ্যের খুচরা মূল্য (এমআরপি) অনুযায়ী বিক্রি করতে হবে এবং এতে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি, সুপারশপ মালিকরা তাদের মূল্য সংযোজনের জন্য ভ্যাট পরিশোধ করবেন এবং আগের যেকোনো ভ্যাট রেয়াতও নিতে পারবেন।

এনবিআরের কর্মকর্তারা জানান, উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, যেমন আটা, ময়দা, আদা ইত্যাদি, সেগুলোর ক্ষেত্রে সুপারশপ মালিকরা ভ্যাট দেবেন না। ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত হলে, সুপারশপের মালিকরা সহজেই ভ্যাট রেয়াত নিতে পারবেন, তবে এর জন্য তাদের সেই প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে যারা ভ্যাটের চালান প্রদান করে।

এনবিআরের সূত্রে আরও জানা যায়, সুপারশপ খাত থেকে প্রতিবছর প্রায় ১৫৫ কোটি টাকার ভ্যাট আদায় করা হয়, তবে সুপারশপের মালিকদের দাবি, খুচরা মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে এবং নিয়ম মেনে বেচাকেনা হলে, বছরে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ভ্যাট আদায় করা সম্ভব।

বর্তমানে বাংলাদেশে সুপারশপের ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে দেশে দেড় হাজারেরও বেশি সুপারশপ রয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি চেইন সুপারশপ রয়েছে, যেগুলোর মধ্যে বড় চেইন সুপারশপগুলো হল আগোরা, স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, ইউনিমার্ট, আলমাস, প্রিন্স বাজার এবং ডেইলি সুপারশপ।

CATEGORIES
TAGS
Share This