
সৌদি আরবে হজ পালনে নতুন নির্দেশনা: প্রাধান্য পাবেন প্রথমবার হজ পালনে আসা যাত্রীরা
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র হজ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে, যা সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য প্রযোজ্য। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ করেননি, কেবল তাদেরই রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে। তবে, হজযাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল করা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, হজ রেজিস্ট্রেশন করতে সৌদি নাগরিকদের ন্যাশনাল কার্ড এবং প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। যদি কেউ ভুল তথ্য প্রদান করেন, তবে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
এছাড়া, হজ প্রোগ্রাম শুরু হওয়ার পর যদি কোনো যাত্রী হজে অংশগ্রহণ না করতে চান, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেয়া হবে না। স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হজ যাত্রীদের চলাচল, জড়ো হওয়া এবং থাকার স্থান সম্পর্কিত সকল নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও উল্লেখ করা হয়েছে।
এই নতুন শর্ত ও নির্দেশনা হজযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।