
বিমানবন্দর-কমলাপুর পাতাল মেট্রোরেল চালু হতে পারে ২০২৮ সালে, বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা শহরের যানজট কমানোর জন্য তীব্র গতিতে নির্মাণ হচ্ছে বিমানবন্দর-কমলাপুর পাতাল মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে এই সেবা চালু করা সম্ভব হবে।
এমআরটি লাইন-১ প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে এই মেট্রোরেল, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত বিস্তৃত। প্রকল্পের দুটি রুটের মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার হবে, এর মধ্যে ১৯ দশমিক ৮৭ কিলোমিটার ভূগর্ভস্থ এবং বাকি ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার এলিভেটেড।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় ৫৪ হাজার কোটি টাকা খরচ হবে, যার মধ্যে জাইকা থেকে প্রায় ৩৯ হাজার কোটি টাকা সহায়তা হিসেবে আসবে। মেট্রোরেল সেবার মাধ্যমে রাজধানী ঢাকায় পরিবহন ব্যবস্থার উন্নতি হবে এবং জনগণের দৈনন্দিন দুর্ভোগ কমবে।
এছাড়া, ২০৩০ সালের মধ্যে ঢাকায় ১৪০ কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চলছে, যা শহরের ১২৯ কিলোমিটার এলাকায় ১০০টিরও বেশি স্টেশনের মাধ্যমে ৫০ লাখ মানুষের সেবা দিতে সক্ষম হবে।
এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় ১২টি আন্ডারগ্রাউন্ড স্টেশন এবং নতুন বাজার-পূর্বাচল রুটে দুটি স্টেশন নির্মিত হবে। বর্তমানে কুড়িল-নর্দা সড়কে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে, যা নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।