
ধানমন্ডি ৩২ এখন ধ্বংসের শিকার, এবং সেখানে ভাঙার কাজ অব্যাহত রয়েছে।
রাতভর ভাঙচুরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িটির অবশিষ্ট অংশও গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটির সামনের তিনতলা পর্যন্ত অনেকটাই ভেঙে ফেলেছে। ভাঙচুরে অংশগ্রহণকারী কয়েকজন জানিয়েছেন, ভবনের বাকি অংশ ভেকু দিয়ে ভেঙে সমতল না করা পর্যন্ত তাদের কাজ চলবে। বাড়ির সামনে সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হতে দেখা যায়। ফজরের নামাজের পরও অনেককে ধানমন্ডি ৩২ নম্বরে যেতে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজন জানান, তারা স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চান না এবং বাড়িটি ভাঙার পর আনন্দ প্রকাশ করতে থাকেন।
এই ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল (৫ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা তৈরি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফেসবুকে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করেন।
বিকেলে, শরিফ ওসমান হাদি এবং পিনাকী ভট্টাচার্য সহ কয়েকজন উল্লেখযোগ্য নেতার পোস্টের মাধ্যমে ধানমন্ডি ৩২ ভাঙার হুঁশিয়ারি দেওয়া হয়। রাত ৮টার দিকে ছাত্র আন্দোলনকারীরা বাড়ির সামনে এসে ব্যাপক ভাঙচুর চালান এবং পরে আগুন ধরিয়ে দেন। শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।
এটি স্মরণ করিয়ে দেয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ধানমন্ডি ৩২ নম্বরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল, যা পরবর্তীতে ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় চলে আসে।