
৮ কুকুরছানা হত্যা: ঈশ্বরদীতে সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমান (৩৮) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌরসদরের রহিমপুর গার্লস স্কুলের পাশের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন–২০১৯ এর ৭ ধারায় মামলা দায়ের করেন।
গত রোববার সন্ধ্যার পর গেজেটেড কোয়ার্টারে থাকা নিশি রহমান কুকুরছানাগুলোকে হত্যা করেন। এরপর সারারাত ধরে মা কুকুরটি ছানাদের খুঁজে কান্নাকাটি করতে দেখা যায়। পরদিন সকালে কেয়ারটেকার জাহাঙ্গির আলম নয়নের ছেলের মুখে ঘটনাটি জানার পর পুকুরে একটি মুখ বাঁধা বস্তা ভাসতে দেখে; বস্তাটি খুলে দেখা যায় আটটি ছানাই মৃত।

ঘটনার ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃত নিশিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে এবং প্রাণী নির্যাতনের ঘটনায় কোন ছাড় দেওয়া হবে না। ঘটনার পর অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়। এদিকে নিশি দাবি করেছেন, তিনি ছানাগুলোকে শুধু গাছের পাশে রেখে এসেছিলেন, পুকুরে ফেলেননি।
