
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় আটক ৩
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।তবে এখনো আটককৃতদের নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে পারভেজের সঙ্গে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করা হয়।
কিন্তু মীমাংসার পর ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ৩০ থেকে ৪০ জন যুবক তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।