
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশ ইন
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ১০ শিশুসহ ২০ বাংলাদেশিকে পুশ ইন করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে, বুধবার (১৮ জুন) ভোরে ভারী বৃষ্টির মধ্যে ভারতের সভাপুর ক্যাম্পের ৭১ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।
পুশ ইন হওয়া এই ব্যক্তিরা ভারতের হরিয়ানার একটি ইটভাটায় কাজ করছিলেন। বিভিন্ন সময়ে তারা কুড়িগ্রাম জেলা থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন প্রায় দশ বছর আগে। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং সীমান্তে এনে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুশ ইন হওয়া ব্যক্তিরা কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। সীমান্তে তাদের দেখতে পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং অস্থায়ীভাবে স্থানীয় ক্যাম্পে আশ্রয় দেয়।
পরবর্তীতে তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হয় এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানান লেফটেন্যান্ট কর্নেল রিংকু।