
বেতন বৈষম্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
চাকরি জাতীয়করণ, বেতন কাঠামোয় সমতা ও ৪৫ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার পর থেকেই বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। এতে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, সরকারি শিক্ষকদের মতো ৪৫% বাড়িভাড়া না পেয়ে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মাসে মাত্র ১ হাজার টাকা হাউস রেন্ট পান, যা বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ অপ্রতুল। এছাড়া চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও চাকরির নিরাপত্তার বিষয়েও তারা সরকারি কর্মচারীদের সমান সুবিধা চান।

বিক্ষোভকারীরা আরও জানান, দ্রুত দাবি না মানা হলে কর্মসূচি চালিয়ে যাবেন এবং আজই সচিবালয় অভিমুখে পদযাত্রা করার প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় এসে আন্দোলনে যোগ দেন।